সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ ডিসেম্বর: বাসর রাতে নববধূকে পাশের ঘরে ডেকে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। মারের আঘাতে রক্তাক্ত হয়ে যায় নববধূর শরীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কুলঝুটি গ্রামে। নবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চন্দনা সরকার। কুলঝুটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের বিয়ে মেনে নিতে পারেননি চন্দনা। তাই বাসর রাত শুরু হওয়ার আগে নববধূকে পাশের ঘরে ডেকে নিয়ে যায় সে। সেই ঘরের জালনা দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে চন্দনা। মারের আঘাতে তাঁর বুক ও পিঠ থেকে রক্ত বেরতে থাকে। চন্দনার দাবি, প্রেমিককে বাসর রাত করতে দেবে না সে। চন্দনা বলেন, দীর্ঘ দিন ধরে ওই যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় তাঁর সঙ্গে। তাঁকে না জানিয়ে হঠাৎ অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করে। যদিও চন্দনার অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক।
সরকারি আইনজীবী অসীম দে জানিয়েছেন, বাসর রাতে নতুন বউ’কে শারীরিক নিগ্রহ করার অভিযোগে চন্দনা সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। আজ তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

