Bankura, Court, সন্তানদের সামনে স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীর আজীবন কারাবাস

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জুলাই: সন্তানদের সামনে স্ত্রী’র গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন বাঁকুড়া আদালতের বিচারপতি। আজ তিনি এই রায় ঘোষণা করেন।

বাঁকুড়া আদালতের সরকারি আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি বলেন, ওন্দার সমীরণ ধল্লের সঙ্গে তালডাংরা থানার পাইকা গ্রামের নিবেদিতা বীরের বিয়ে হয় ২১/১১/১১তারিখে।তাদের একটি ছেলে ও মেয়ে।গত ২৬/৪/২১তারিখে সমীরণ তার স্ত্রী নিবেদিতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সাত বছরের পুত্রর সামনে। মা ও পুত্রর আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিভিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পরদিন নিবেদিতার বাবা সহ বাপের বাড়ির লোকজন হাজির হয়। পরদিন তারা সমীরণ- এর বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেন। ৩০/৪/২১তারিখে নিবেদিতা হাসপাতালে মারা যায়।

অভিযোগের ভিত্তিতে সমীরণকে পুলিশ গ্রেপ্তার করে। মরণাপন্ন নিবেদিতা সমস্ত ঘটনা চিকিৎসক ও পুলিশের কাছে জানায়। তার ও পুত্রের জবানবন্দি সহ ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর বাঁকুড়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি মীর রশিদ আলি সমীরণের আজীবন কারাবাস ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *