Husband, Birbhum, বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী 

আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ১১ নভেম্বর: সদ্য বিবাহিত নয়। বছর আটেক ঘর সংসার করার পর বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন এক যুবক। চমকপ্রদ ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।

ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক বাপি মণ্ডলের সঙ্গে বছর নয়েক আগে বিয়ে হয় তারাপীঠের পঞ্চমীর। তাদের ৭ বছরের একটি ছেলেও রয়েছে। বাপি কলকাতায় গাড়ি চালান। ১৬ নম্বর ওয়ার্ডের জিৎ মির্ধ্যা তার ছোটবেলাকার বন্ধু। সেই সুবাদে তার মাধ্যমে কলকাতা থেকে টাকাপয়সা পাঠাতেন। খোঁজখবর নিতে বলতেন। সেই সূত্রে বাপির বাড়িতে জিৎ- এর নিয়মিত যাতায়াত ছিল। একসময় পঞ্চমীর সঙ্গে জিৎ- এর বিবাহ বর্হ্বিভূত সম্পর্ক গড়ে ওঠে। সেটা জানার পরেই পঞ্চমীর সঙ্গে বাপির অশান্তি সৃষ্টি হয়। মাস আটেক ধরে পঞ্চমী বাপের বাড়িতে ছিলেন। সেখান থেকে বাপির বিরুদ্ধে বধূ নির্যাতন এবং খোরপোষের মামলাও করেন। মঙ্গলবার বাপের বাড়ি থেকে পঞ্চমীকে নিয়ে এসে নন্দীকেশ্বরীতলা মন্দিরে বন্ধুর সঙ্গে বিয়ে দেন বাপি। তিনি বলেন, “পঞ্চমী আমার সঙ্গে ঘর সংসার করতে চায় না। বন্ধুর সঙ্গে থাকতে চায়। তাই ও যাতে সুখে থাকে সেইজন্যেই এই সিন্ধান্ত নিলাম। আমি ছেলেটিকে মানুষ করবো।”

পঞ্চমী জানিয়েছেন, তিনি জিৎ-কে ভালোবেসেছেন। তার সঙ্গেই ভালো থাকবেন। বাপির বিরুদ্ধে দায়ের করা মামলাও তুলে নেবেন।

অন্যদিকে জিৎ বলেন, “ভালোবাসা তো কোনো বাধা বিপত্তি মানে না। পঞ্চমীকে কী করে যে ভালোবেসে ফেললাম কে জানে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *