পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ‘রেলশহর’ খড়্গপুরের একটি রেল কোয়ার্টার থেকে উদ্ধার যুগলের মৃতদেহ। বিছানার উপর পড়ে স্ত্রী-র গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। পাশে ঘুমিয়ে ৩ বছরের কন্যাসন্তান। লোহার সিঁড়ি থেকে ঝুলছে স্বামীর মৃতদেহ। হাড়হিম করা এমন ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের ১৫নং ওয়ার্ডের জয়হিন্দনগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত স্ত্রী-র নাম দীপা মাহাত (২৬) এবং স্বামীর নাম বিক্রম পুত্তা (৩৭)। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই রবিবার রাতে স্ত্রী-কে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন পেশায় ড্রাইভার স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলেও জানিয়েছেন তদন্তকারী এক পুলিশ আধিকারিক।