আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ অক্টোবর: স্ত্রী ও মাস ছয়েকের পুত্র সন্তানকে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর হাটপুকুরিয়া গ্রামে। নিহতের নাম মোমেনা সর্দার (২২) ও সাহাদ সর্দার। অভিযুক্ত সফিউদ্দিন সর্দার ঘটনার পর থেকেই পলাতক। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় মানুষদের অনুমান সফিউদ্দিন ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেছে স্ত্রীকে আর সন্তানকে গলা টিপে খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঠিক কি কারণে নিজের স্ত্রী ও সন্তানকে খুন করলেন সফিউদ্দিন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, মোমেনা ছিল সফিউদ্দীনের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
মোমেনার বাবা ইস্রাফিল এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইস্রাফিল বলেন, “প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও তা গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিল সফিউদ্দিন। বিষয়টি জানাজানি হতেই মেয়ের উপর অত্যাচার শুরু করে। আর এদিন ওকে খুন করল। ছোট নাতিটিকেও মেরে ফেলল। আমি ওর শাস্তি চাই।” এলাকার সাধারণ মানুষও এই ঘটনায় স্তম্ভিত।
স্থানীয় তৃণমূল নেতা তথা হাটপুকুরিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ ঘরামী বলেন, “ কিভাবে ঐ ফুটফুটে শিশু ও স্ত্রীকে খুন করল ঐ যুবক ভাবতেই পারছি না। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।”