স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ আগস্ট: স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে তাকে খুন করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের মেছুয়া পাড়ায়। মৃত গৃহবধূর নাম কাজলি মন্ডল। আজ সেই মহিলাকে তড়িঘড়ি আনা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানেই চিকিৎসকরা কাজলি মন্ডল নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলে তার ছেলে জানায়, সে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে মামার বাড়ি গিয়েছিল তাই সে এ বিষয়ে কিছুই জানে না। কিন্তু, তার বাড়ির লোক জানায় কাজলি মন্ডলের সাথে একজনের অবৈধ সম্পর্ক ছিল। অনেক দিন ধরেই ওই অবৈধ সম্পর্ক থাকায় স্বামী স্ত্রীর সাথে বাদানুবাদ লেগেই থাকত। আর সেই কারণেই আজ সকালে তার স্বামী তাকে ঘরের মধ্যে মেরে ঝুলিয়ে দেয়। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে অনেক ডাকাডাকি করলে কোনও উত্তর মেলেনি। তারপরে ঘরের দরজা খুলতেই বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় কাজলিকে দেখতে পায়। তার স্বামী পলাতক। কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


