আমাদের ভারত, বালুরঘাট, ২৩ নভেম্বর: আত্মহত্যা রুখতেই স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর। অটোরিক্সায় চেপে থানায় আত্মসমর্পন করল অভিযুক্ত। শনিবার সকালের এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় হিলির উত্তর জামালপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম ইলিশা এক্কা (৩৩)। এদিন ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হিলি থানার পুলিশ। রবিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বালুরঘাটের পরানপুরের পার্বতীপুরের বাসিন্দা ইলিশা এক্কাকে প্রায় ১৫ বছর আগে বিয়ে করেছিল পেশায় কৃষক পাউলুস। বর্তমানে তাঁদের তিনটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের কিছু দিন পর থেকেই মদ্যপান করে বাড়ি ফিরে নানা আশান্তি পাকাত অভিযুক্ত পাউলুস। শুক্রবার রাতেও মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঝগড়া করে পাউলুস। যার পরে ওইদিন রাতেই কখনো বিষ খেয়ে আবার কখনো গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হতে যায় স্বামী পাউলুস। যা বার বার রুখে দিতেই উত্তেজিত হয়ে পাউলুস ঘরে থাকা বাঁশ দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েই মৃত্যু হয় স্ত্রী ইলিশার। ঘটনার পরেই অটোতে চেপে হিলি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী। সবকিছু শুনে তৎক্ষনাৎ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মৃতের মেয়ে তথা প্রত্যক্ষদর্শী শিশিলিয়া নাগ জানিয়েছে, মদ খেয়ে তাঁর বাবা মার সাথে ঝগড়া করেছিল শুক্রবার রাতে। বাড়ি ফিরে উল্টোপাল্টা কথাও বলছিল সে। এরপর বাবা আত্মহত্যার চেষ্টাও করলেও মা বার বার তাঁকে বাচিয়ে দেয়। ভোর রাতে বাঁশ দিয়ে মায়ের মাথায় আঘাত করে মাকে মেরে ফেলে বাবা।
মৃতের দাদা নাতু এক্কা বলেন, এর আগে বহুবার মদ্যপ অবস্থায় বাড়িতে ঝামেলা পাকিয়েছে পাউলুস। বাঁশ দিয়ে পিটিয়ে তার বোনকে মেরে ফেলেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
হিলি থানার ওসি তাসি থিরিং শেরপা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।