সুসান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ আগস্ট: সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার কালিতলা এলাকার। মৃত গৃহবধূর নাম শম্পা সুর (২৫)।
অশোকনগর থানার কালিতলা বাসিন্দা শিবশঙ্কর সুরের একমাত্র মেয়ে শম্পা সুর।ভালোবাসা করে তিন বছর আগে দীপঙ্কর নন্দীর সঙ্গে বিয়ে হয়। অশোকনগর শহিদ সংঘ
ক্লাবের পাশে তার বাড়ি
বাড়িতে বনিবনা না হওয়াতে দীপঙ্কর নন্দী ও তার স্ত্রী ১০ নম্বর ওয়ার্ডে জিরাফ পার্কের সামনে একটি ঘর
ভাড়া নিয়ে থাকতেন।কিছুদিন পর থেকে দীপঙ্কর তার স্ত্রীকে বাড়ি থেকে টাকাআনার জন্য চাপ দিতে থাকে। টাকা না নিয়ে আসতে পারলে শম্পাকে বেধড়ক মারধর করত বলে অভিযোগ।শনিবার অশান্তি চরমে ওঠে।শম্পাকে বেধড়ক মারধরকরে বাড়ি পাঠিয়ে দেয় এবং সেখানে
গিয়েও দীপঙ্কর নন্দী অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
মঙ্গলবার দীপঙ্কর নন্দী তার স্ত্রী শম্পাকে ফোন করে বাড়িতে আসতে বলে। শম্পা তার স্বামীর কথা বিশ্বাস করে বাড়িতে চলে আসে। সন্ধ্যার সময় পাড়ার
প্রতিবেশীরা শম্পার বাবাকে ফোন করে জানায় আপনার মেয়ে অচেতন অবস্থায় বাইরে পড়ে আছে। খবর পেয়ে শম্পার বাবা শিবশঙ্কর সুর এসে দেখেন
মেয়ে বাইরে শুয়ে আছে। তড়িঘড়ি তাকে অশোকনগর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক বলেন, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। তার অবস্থার অবনতি
হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করে। রাতেই তাঁর মৃত্যু হয়।
গৃহবধূর বাবা শিবশঙ্করবাবুর অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ গৃবধূর স্বামীকে গ্রেফতার করে। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।