বাগদায় স্ত্রীকে সন্দেহের বশে প্রতিবেশী যুবককে খুন, স্ত্রীকেও খুনের চেষ্টা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ মার্চ: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সন্দেহে প্রতিবেশী যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে স্ত্রীকে খুন করার চেষ্টা করে ওই ব্যক্তি। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার খর্দ্দ কুলবেড়িয়ার পারুইপাড়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আনন্দ ঘোষ(৩৭)। ঘটনার পর পুলিশ ওই হামলাকারী বাসুদেব ঘোষকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাসুদেব ঘোষের সন্দেহ, তার স্ত্রীর সঙ্গে আনন্দ ঘোষের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সন্দেহে আনন্দকে খুন করেছে বলে অভিযোগ।

পুলিশ ও স্থায়নীয় সূত্রের খবর, বাগদা থানার খর্দ্দ কুলবেড়িয়ার পারুইপাড়া গ্রামের যুবক আনন্দ ঘোষ। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিজের এলাকাতেই দাঁড়িয়ে পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় অভিযুক্ত বাসুদেব সেখানে পৌছায়। এই নিয়ে আনন্দ ঘোষের সঙ্গে বাসুদেব ঘোষের কথা কাটাকাটি শুরু হয়। আর এই বিতন্ডা চলাকালীন হঠাৎই একটি কুড়ুল দিয়ে আনন্দ ঘোষের মাথায় আঘাত করে বাসুদেব। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আনন্দ। স্থানীয়রা তাঁকে প্রথমে বাগদা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পাশাপাশি অভিযুক্ত বাসুদেব বাড়ি ফিরে নিজের স্ত্রীর উপর হামলা চালায়। স্বামীর হাত থেকে বাঁচতে তিনি তখন পালানোর চেষ্টা করেন। স্ত্রীকে লক্ষ্য করে কুড়ুল ছুড়ে মারে বাসুদেব, তাতেই আহত হয় তাঁর স্ত্রী। এরপরই এলাকার বাসিন্দারা বাসুদেবকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে বাসুদেবকে গ্রেফতার করে নিয়ে যায়। আহত বাসুদেবের স্ত্রী বাগদা হাসপাতালে চিকিৎসাধীন। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *