আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২১ জানুয়ারি:
স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত স্বামী। নিহতের নাম তাপসী বর(৩৬)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানার অন্তর্গত জটিরামপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে গোসাবা পুলিশ নিহতের দেহ উদ্ধার ময়না তদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী বাদল বরকেও গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘ ১৮ বছর আগে বাদল বরের সাথে বিয়ে হয়েছিল তাপসীর। দম্পতির দুটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সংসার চালানোর জন্য কোনও খরচ দিতেন না বাদল। উল্টে প্রতিদিন মদ, গাঁজা খেয়ে এসে স্ত্রীর উপর অত্যাচার করতো। স্ত্রীকে তামিলনাড়ুতে কাজ করতে নিয়ে যেতে চেয়েছিল সে। কিন্তু মেয়েদের পরীক্ষা থাকার জন্য তাপসী যেতে চাননি ভিন রাজ্যে। তা নিয়েই দুজনের মধ্যে অশান্তি হয় দিন কয়েক আগে। সেই ঘটনার জেরে কয়েকদিন আগেও হাত পা বেঁধে রেখে স্ত্রীকে বেধড়ক মারধর করে অভিযুক্ত। সোমবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধলে স্ত্রীকে বেধড়ক মারধর করে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ বাদলের বিরুদ্ধে। ঘটনার পর নিজেই গোসাবা থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। এলাকার বাসিন্দা ও তাপসীর পরিবার চাইছে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি।