সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: পুরুলিয়ার ঝালদায় গৃহবধূ হত্যার অভিযোগে ধৃত স্বামীর পুলিশ হেফাজত হল। আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃত শ্বশুর ও শাশুড়ির জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে ও স্থানীয় ভাবে জানা গিয়েছে, ঝালদা থানার তুলিন ফাঁড়ির অন্তর্গত মাড়ু গ্রামের গৃহবধূ অসীমা মাহাতর (২৭) অস্বাভাবিক মৃত্যু হয় চলতি মাসের ২০ তারিখে। অসীমার বাবা দড়দা গ্রামের বাসিন্দা বাসুদেব মাহাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০১৪ সালে সামাজিক প্রথা মেনে অসীমার বিয়ে দেওয়া হয় মাড়ু গ্রামের ঝগড়ু মাহাতর ছেলে দামোদরের সাথে। তাদের ৫ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। জীবিত কালে মাঝে মধ্যেই অসীমা জানাত তার স্বামী মদ্যপ অবস্থায় ঝগড়া অশান্তি করতো। পরিবারে অশান্তি লেগেই থাকতো। তবু স্বামী একদিন ঠিক হবে এই আশায় স্বামীর ঘর করতো অসীমা। ওই দিন অসীমাকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে খুন করে বলে অভিযোগ তার বাবার। মৃতার বাবার অভিযোগ, “ঘটনার কথা চাপা দিতে চুপি চুপি দেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা। আমরা চাই অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক।”