সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪
ডিসেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে বাঁকুড়া সদর থানার বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তিলাবেদাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী বাইকে করে বাঁকুড়া থেকে গঙ্গাজলঘাঁটির দিকে যাচ্ছিলেন, সেই সময় অপর দিক থেকে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালকের স্ত্রী। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে আহত মহিলাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মারুতি গাড়িটির চালক পলাতক।
জানা যায়, মারুতি গাড়িটিতে পশ্চিম মেদিনীপুরের নম্বর প্লেট এবং ডাক্তারের চিহ্ন লাগানো রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।