পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: পারিবারিক বিবাদের জেরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা থেকে তুমুল ঝগড়া ও মারধর। ঘটনায় গুরুতর আহত হয় স্ত্রী মমতা সাঁতরা। তড়িঘড়ি তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে মমতা সাঁতরাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
তাদের দুই পুত্র সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। তাদের সামনেই এই ঘটনা ঘটে। জানাগেছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে স্ত্রী মমতা সাঁতরাকে, তার ফলেই তার মৃত্যু হয়েছে। যদিও মৃত গৃহবধূ স্বামীর দাবি ধারালো অস্ত্র নয়, হাত দিয়ে আঘাত করেছেন তিনি। গৃহবধূকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আসে পুলিশ। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

