আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ অক্টোবর: গত ১২ অক্টোবর বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ এলাকার বাঁকি ব্রিজ এলাকায় পরিকল্পিত ভাবে এক মহিলাকে খুনের চেষ্টা করে তার স্বামী বলে অভিযোগ। গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার রাতে মৃত্যু হয় কান্দি রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আয়েশা সিদ্দিকির।
স্ত্রীকে পছন্দ নয় তার জেরেই পরিকল্পনা করে অপহরণের নাটক করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী সামিম আহমেদ, তারপর থেকে নিখোঁজ ছিল স্বামী সামিম আহমেদ। এই ঘটনার পিছনে স্বামীর হাত রয়েছে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি পুলিশের। পুলিশ তদন্তে নেমে বুধবার স্বামীকে গ্রেফতার করে।
রবিবার রাতে মৃত্যু হয় ওই মহিলার। সোমবার ঘটনার খবর পেয়ে কান্দি ব্লকে রামেশ্বরপুর গ্রামে মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের পাশে গিয়ে দাঁড়ালেন কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার আইনাল হোসেন।