আমাদের ভারত, হাওড়া, ২৭ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে হাওড়ার আমতা থানার বসন্তপুর পন্ডিত পাড়ায় স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদের নাম হারাধন কয়াল (৪৩)ও নমিতা কয়াল (৩৬)।
জানা গিয়েছে, আজ সকালে বাড়ির পিছনের একটি গাছে তাদের ঝুলতে দেখে চিৎকার করে ওঠে প্রতিবেশীরা।এরপরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যুর কারন সম্পর্কে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এই দম্পতি মাইক্রো ফাইনান্স থেকে লোন নিয়েছিল। বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক কিস্তি দেওয়ার কথা। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই দম্পতি। হারাধনবাবু পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের একটি তেরো বছরের ও একটি ছয় বছরের সন্তান রয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য মাইক্রোফাইনান্স থেকে ঋণ নেওয়ার ফলে বিভিন্ন সংস্থা ঋণ আদায়ের জন্য মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। এমনকি সংস্থাগুলি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম ভেঙে আরো চড়া সুদে ঋণ দেয়। গরিব মানুষ সেই ফাঁদে পড়ে অর্থনৈতিক অবস্থা ফেরানোর চেয়ে আরো সর্বশান্ত হয় বলে অভিযোগ স্থানীয়দের।