সাথী দাস, পুরুলিয়া, ৪ অক্টোবর: পুরুলিয়া শহরের বধূ খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে অভিযুক্ত স্বামীর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এছাড়া ধৃত শাশুড়িকে ১৪ দিনের জেল হেফাজত হয়।
শনিবার বিকেল নাগাদ পুরুলিয়া শহরের হুচুক পাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃত বধূর নাম রমা গাঁঙ্গুলি (২৬)। অভিযুক্ত স্বামী প্রবীর গাঁঙ্গুলি পেশায় পুরুলিয়া শহরের একটি বিলাসবহুল হোটেলের মার্শাল। তাকে জেরা করার পর মৃতার শাশুড়ি কল্যানী গাঁঙ্গুলিকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মূল অভিযুক্ত প্রবীর বিয়ের পন বাবদ ২ লক্ষ টাকা স্ত্রীকে দিয়ে তার বাপের বাড়িতে চাপ সৃষ্টি করেছিল। টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি করছিল সে। এমনকি অন্যত্র বিয়ে করারও তোড়জোড় শুরু করেছিল ওই যুবক।