গোপাল রায়, আরামবাগ, ১৯ নভেম্বর: গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম দেবশ্রী বাগ (৩২)। গৃহবধুর বাপের বাড়ির লোকজন এসে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ি লোকজনদের উপর চড়াও হয়। ঘটনায় চাঞ্চল্য পুরশুড়ার পায়ড়াডাঙ্গি গ্রামে। খুনের অভিযোগে পুরশুড়া থানা পুলিশ গৃহবধূর স্বামী নির্মল বাগ ও শ্বশুর অজিত বাগ কে গ্রেফতার করেছে।
জানাগেছে, আট বছর আগে চিলাডাঙ্গি এলাকার দেবশ্রীর সাথে পুরশুড়ার পায়ড়াডাঙ্গী এলাকার নির্মল বাগের বিয়ে হয়। তাদের সাত বছরের এক কন্যা সন্তান আছে। স্থানীয় সূ্ত্রে খবর, প্রায় দিন বাড়িতে দেবশ্রীর উপর অত্যাচার চলত এমনকি মারধর করতো বলে অভিযোগ বাপের বাড়ি লোকজনের। বুধবার রাতেও ঝগড়া অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এর পরই আজ সকালে দেবশ্রীকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে, এই অভিযোগ তুলে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবশ্রীর বাবা রূপচাঁদ সাঁতরা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও গৃহবধূর স্বামী বলেন এর আগেও দেবশ্রী এমন করেছিলো। এদিন সকাল থেকেই দেবশ্রীর মৃত দেহ তুলতে গিয়ে পুরশুড়া ওই এলাকায় বিরাট উত্তেজনা ছড়ায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।