পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই লক্ষ্যে আসর গরম করতে সব রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। নিজেদের ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। বাংলার রাজ্য রাজনীতিতে প্রায় অস্তিত্ব হীন হয়ে পড়েছে ভারতের সর্ব প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। বর্তমানে বাংলায় যুযুধান দুই প্রতিপক্ষের মধ্যে নেতা কর্মীদের দলবদল এখন জলভাত। কিন্তু রাজনীতির আকাশে কখন কখনও পশ্চিম দিকেও সূর্যোদয় হয়। তাই সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসের পতাকা হাতে নিল তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা কয়েকশ নেতা কর্মী।
দাসপুর ২ নং ব্লকের উদয়চক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কংগ্রেসের এক সভায় আব্দুল খালেক ও শেখ জিয়াউলের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলি আনসার, মাধব দাস, অমল মুখার্জি, শেখ রফিক সহ দাসপুরের কংগ্রেস নেতৃবৃন্দ। যোগদানকারী কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়।