কেশিয়াড়িতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জুন: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের অন্যান্য জেলাগুলির মত পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিভিন্ন ব্লকে পঞ্চায়েত সদস্যদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক অব্যহত রয়েছে। বিশেষ করে  কেশিয়াড়ি বিধানসভা এলাকায় এই প্রবণতা বিশেষ করে লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে সেখানকার বিজেপির তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। শুক্রবারও কেশিয়াড়ি ব্লকের ৭ নম্বর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দ্রজিৎ প্রামাণিক প্রায় একশো জন কর্মী সমর্থক নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি ফটিক রঞ্জন পাহাড়ি।

ইন্দ্রজিৎ প্রামানিক বলেন, বিজেপিতে থেকে একজন পঞ্চায়েত সদস্য হিসেবে  কাজ করতে সমস্যা হচ্ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *