পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ নভেম্বর: ঘাসফুলের দাপটে বাম কংগ্রেসে ভাঙন অব্যাহত দক্ষিণ দিনাজপুরে। প্রধান -উপপ্রধান ও সদস্যদের যোগদানে হাতছাড়া হল বাম-কংগ্রেস জোটের গ্রাম পঞ্চায়েত। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যার জেরে তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল কংগ্রেস।
জানা যায়, তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতটির মোট আসন সংখ্যা ১৯। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৯ টি আসনের এই গ্রাম পঞ্চায়েতে ৮ টি আসনে জয়লাভ করে তৃণমূল, ২টি আসনে বিজেপি, ৬টি আসনে বামফ্রন্ট এবং ৩ টি আসনে জয়লাভ করে কংগ্রেস। ফলে বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে মোট ৯ টি আসন নিয়ে এই পঞ্চায়েতের দখল নেয় বাম-কংগ্রেস জোট। কিন্তু শনিবার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালী রায় এবং উপপ্রধান রসেন বর্মণ সহ চার জন বাম সদস্য এবং ৩ জন কংগ্রেস সদস্য মিলে মোট ৭ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর যার জেরে ১৯ আসনের এই গ্রাম পঞ্চায়েতে এখন ১৫ টি আসনই তৃণমূলের দখলে। এদিন বালুরঘাটের মোক্তার পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ওই যোগদান পর্বে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তপন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর মন্ডল। ৭ জন সদস্য ছাড়াও বিজেপির জেলা কমিটির সদস্য সুব্রত মন্ডলও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
জেলা তৃণমূল কার্যালয়ে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, রাজ্য তৃণমূলের সহ-সভাপতি শংকর চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি রাকেশ শীল, যুব তৃণমূল। সভাপতি অম্বরিশ সরকার সহ একঝাঁক নেতৃত্ব। যাদের উপস্থিতিতেই চলে এদিনের এই যোগদান পর্ব।
এদিন যোগদানের পরেই রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালী রায় জানান, কাজ করার অসুবিধার হচ্ছিল। সে কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রসেন বর্মণ জানান, যাতে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও বেশি করে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যেই এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।
দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্বল বসাক বলেন, প্রায় হাজার খানেক মানুষ শঙ্কর মন্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি বলেন, নির্বাচিত প্রার্থীরাও নিজেদের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ণে সাথী হতে চাইছেন। ৭ জন নির্বাচিত সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদানের কারণে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়াল ১৫।