Sukanta, BJP, এসআইআর- এর ভয়ে শ’য়ে শ’য়ে অনুপ্রবেশকারী সংসার মাথায় করে সীমান্ত পারের জন্য অপেক্ষারত, ভাইরাল ভিডিও পোস্ট করে সরব সুকান্ত

আমাদের ভারত, ১৯ নভেম্বর: এসআইআর- এর ভয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার হিরিক পড়ে গেছে ‌ সেই ছবি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি মানুষের ভিড়।সীমান্ত পেরিয়েও ওপারে যেতে সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশি অপেক্ষা করছে, ভিডিওতে ধরা পড়েছে এই চিত্র। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণ সহ নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের পুষে রাখার অভিযোগ করে সরব হয়েছেন বিজেপি নেতা।

এদের মধ্যে কেউ ভারতে কাটিয়েছে পাঁচ বছর, কেউ তারও বেশি। কিন্তু এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার ঢল নেমেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দেখা গেছে, দেশে ফিরতে অপেক্ষা করছে শ’য়ে শ’য়ে মানুষ। অনেকেই বলছেন, আমরা চলে যাচ্ছি। কেউ বলছেন, এখানে এসআইআর হচ্ছে, তাই তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কারণ এখানে থাকার মত কোনো নথি তাদের কাছে নেই। তাই তারা সীমান্তে চলে এসেছেন। অনেকেই স্বীকার করে নিচ্ছেন যে তারা অনুপ্রবেশকারী, তারা আইনগতভাবে ভারতে আসেননি। অবৈধ ভাবে এখানে থাকছিলেন। ব্যাগপত্র গুছিয়ে প্রায় সংসার মাথায় নিয়ে সীমান্তে অপেক্ষা করছেন বাংলাদেশে যাওয়ার জন্য।

অনেকেই জানিয়েছেন, তারা দালালের মাধ্যমে কয়েক হাজার টাকা দিয়ে এই রাজ্যে ঢুকেছিলেন। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি লিখেছেন, উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে দলে দলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা সাম্প্রতিককালে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং আতিথেয়তায় পশ্চিমবঙ্গের যত্রতত্র উৎসবের মেজাজে বসবাস করছিল, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে আন্তর্জাতিক সীমান্ত খোলার এবং বাংলাদেশে ফিরে যাওয়ার। ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে, এসআইআর- এর চাপে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এক এক করে বেরিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগের সুরে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর সাম্রাজ্য এবং গদি বাঁচাতে এতদিন কত যত্ন নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের লালন পালন করছিলেন। এই ছবি তারই অকাট্য প্রমাণ। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে রাজ্যের তথা দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর তার মিথ্যাচার চলবে না। এক এক করে অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে।”

বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে জোর কদমে এসআইআর- এর কাজ চলছে। এর মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক চোখে পড়েছে। নানা জায়গায় সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশিদের ভিড়। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনার এই ছবি। আবাল বৃদ্ধ বণিতা সকলেই বাংলাদেশের ফেরার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *