অবমাননাকর! বাঙলার রাজনৈতিক সংস্কৃতিকে ছোট করা ও ধনখড়কে কল্যাণের উপহাস, তীব্র নিন্দা সুকান্তর

ছবি: সৌজন্যে এএনআই
আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর খোশমেজাজে তা দেখেছেন সাংসদরা। এই ঘটনার তীব্র নিন্দা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ‘নকল’ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুস করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি’র মনোজ কুমার ঝাঁ-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরা।

তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অনেকের মতে, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেছেন তৃণমূলের কল্যাণ।

সুকান্তবাবু নিজের এক্স হাণ্ডেলে লিখেছেন, “এটি রাজনৈতিক সংস্কৃতিতে একরকম অবমাননাকর প্রদর্শন। জনপ্রতিনিধিদের দ্বারা এই ধরনের উপহাস বাংলার প্রাচীন ধ্রুপদী রাজনৈতিক সংস্কৃতিকে ছোট করে।” এই পোস্টে সুকান্তবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন।

প্রসঙ্গত, কল্যাণের ‘অভিনয়’ দেখে হাসতে হাসতে হাততালিও দিতে দেখা যায় দু’এক জনকে। আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোবাইলে গোটা দৃশ্য ফোনে রেকর্ড করেন। উপস্থিত অন্যান্য সাংসদরা করতালি দিয়ে কল্যাণকে অভিবাদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *