Tarun Jyoti, Humayun Kabir, “হুমায়ুন কবীরের বাবার নাম বাবর নাকি?” মসজিদের ঘোষণায় কটাক্ষ তরুণজ্যোতির

আমাদের ভারত, ১০ ডিসেম্বর: “হুমায়ুন কবীরের বাবার নাম বাবর নাকি?” এই প্রশ্ন করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার সহ সভাপতি তরুণবাবু সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, “হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করার ইচ্ছে কেন হল? এই সেই বিধায়ক যে মুর্শিদাবাদের ৩০ শতাংশ হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবে বলেছিল!” এই মন্তব্য করে বিজেপি নেতা শাসক দল তৃণমূল তো বটেই, সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তরুণবাবুর কথায়, এর আগেও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ মন্ত্রী চাননি বলেই হয়তো প্রশাসন ব্যবস্থা নেয়নি।

প্রসঙ্গত, মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি তিনি সোমবার জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

বাবরি মসজিদ নির্মাণের তারিখ অনিশ্চিত। ২০ শতকের বাবরি মসজিদ প্রাঙ্গনে পাওয়া শিলালিপিতে বলা হয়েছে যে বাবরের ইচ্ছা অনুসারে মীর বাকি ১৫২৮-২৯ সালে (৯৩৫ হিজরি) মসজিদটি তৈরি করান। তবে, প্রাপ্ত শিলালিপিগুলি আরও সাম্প্রতিক সময়ের বলে পন্ডিতদের অনুমান। ওই সময়ের মসজিদের কোনো নথি নেই। বাবরনামা (বাবরের ইতিহাস), তুলসীদাসের রামচরিত মানস (১৫৭৪) এবং আবুল ফজল ইবনে মুবারকের আইন-ই-আকবরি(১৫৯৮) তেও মসজিদের উল্লেখ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *