সাথী দাস, পুরুলিয়া, ১৬ আগস্ট: রঘুনাথপুর শহরের পথে দেখা গেল পুলিশের এক মানবিক ছবি। ব্যস্ততম ওই মোড় পার করতে সচেষ্ট হুইলচেয়ারে থাকা এক দিব্যাঙ্গ। একটা উঁচু জায়গা পার হতে কিছুটা অসুবিধায় পড়েছেন তিনি। বাকিরা পার হয়ে চলে গেলেও, ট্রাফিক সামলাতে ব্যস্ত এক সিভিক ভলান্টিয়ারের চোখ পড়তেই ছুটে গেলেন তিনি। হুইল চেয়ার ঠেলে ওই শারীরিক প্রতিবন্ধীকে সেই জায়গাটি পার করে দিলেন। এরপর আবার ব্যস্ত হয়ে পড়লেন নিজের কাজে। কিন্তু এই দৃশ্যটি তখন ক্যামেরা বন্দী হতেই গর্ব বোধ করলেন ওসি ট্রাফিক। রবিবার এই ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর শহরের প্রধান সড়কে।
পুলিশ সূত্রে জানাগেছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম প্রদীপ চন্দ্র গরাই। রঘুনাথপুর থানার আধিকারিকরা জানান, তাঁরা গর্বিত ওই সিভিক ভলান্টিয়ারের মানবিকতায়। এই সিভিক ভলান্টিয়ার একটি উদাহরণ হয়ে থাক চাইছে না পুলিশ, তারা চায় পথচারীরা সবাই মানবিক হয়ে উঠুন।