বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী কমিটির মানবিক প্রয়াস

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জুন: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এবং বঙ্গীয় সাক্ষরতার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় রবিবার সকালে শহরের উপকণ্ঠে বাড়ুয়ায় অবস্থিত মেদিনীপুর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির সভাগৃহে স্থানীয় এলাকার ১১০ জন দুঃস্থ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে শিক্ষাসামগ্রী, কিছু শুকনো খাবার, মাস্ক ও সাবান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবনাদর্শ ও করোনা সচেতনতার বার্তা দিয়ে বক্তব্য রাখেন শিক্ষাব্রতী তরুণ রায়, উদযাপন কমিটির কার্যকরী সভাপতি হরেকৃষ্ণ সামন্ত, সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ।

সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাক্ষরতা প্রসার সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য। এছাড়াও উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন তাপসী সিনহা, রুবি রায়, সৌগত পন্ডা, বাবুলাল শাসমল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানেরও শুরুতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হয়। উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার আগেই বিদ্যাসাগরের জন্মের দুশো বছরের স্মরণে বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশকিছু সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *