আমাদের ভারত, বসিরহাট, ১০ ডিসেম্বর: “আজকের দিনটি মানবাধিকারের জন্য উৎসর্গ করা হলেও, বাংলাদেশে মানবাধিকারের সীমা লঙ্ঘন করা হচ্ছে। হিন্দুদের ধর্ম বা দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে।”
বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এবং স্বামী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে বসিরহাটের নকুয়াদহ হাজরাতলা মোড়ে বিক্ষোভ সভায় বক্তৃতায় এ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকা এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন যে, সনাতনী সংগঠনগুলি সারা বিশ্বে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে পথে নেমেছে।
তিনি হিন্দুদের অধিকার রক্ষা করতে ভারত সরকারকে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি এবং মন্দির ভাঙ্গার ঘটনা বন্ধ না হলে নতুন বছরে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন
শুভেন্দুবাবু। তিনি বলেন, “চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, মন্দির ভাঙ্গা বন্ধ না হলে আমরা নতুন বছরে সিনেমা দেখাব।”