১ জুলাই কলকাতায় চার জায়গা থেকে মানব বন্ধন কর্মসূচি নিয়ে শক্তি পরীক্ষায় নামছে যুবমোর্চা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ জুন: আগামী ১ জুলাই কলকাতায় মানব বন্ধন কর্মসূচি করে শক্তি পরীক্ষায় নামছে যুবমোর্চা। বিদ্যুৎ মাশুল কমবার দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে মানব বন্ধন কর্মসূচি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামছে রাজ্য যুবমোর্চা। কলকাতায় চারটি জায়গা থেকে আলাদা আলাদা হিউম্যান চেন করবে যুবমোর্চার সদস্যরা। যার প্রত্যেকটিই ধর্মতলায় এসে শেষ হবে। হাওড়া থেকে একটি হিউম্যান চেন করা হবে যা ধর্মতলা পর্যন্ত আসবে। শিয়ালদহ থেকে আরও একটি হিউম্যান চেন আসবে ধর্মতলা পর্যন্ত। দক্ষিণ কলকাতার হাজড়া মোড় থেকে একটি অপরটি আসবে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত। ধর্মতলায় যুবমোর্চার রাজ্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বৃহৎ মানব বন্ধন কর্মসূচি সামাজিক দূরত্ব মেনেই করা হবে বলে যুবমোর্চার রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ রাজ্য কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় যুবমোর্চার নেতা সৌরভ শিকদার, সহ সভাপতি প্রকাশ দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী কাঞ্চনা মৈত্র।

কলকাতায় সিএসসি অফিসের সামনে দিয়েই এই মানব বন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও গোটা রাজ্যের রাজ্য বিদ্যুৎ পর্যদের অফিসের সামনে যুবমোর্চা কর্মীরা মানব বন্ধন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন যুবমোর্চার সহ সভাপতি প্রকাশ দাস। তিনি বলেন, বিদ্যুৎ বিলের দাম কমানোর জন্য বৃহত্তর আন্দোলনে নামছে যুবমোর্চা। আগামী ১ জুলাই রাজ্য যুবমোর্চার শক্তি রাজ্যের শাসক দল দেখতে পারবেন বলে জানান যুবমোর্চার সহ সভাপতি প্রকাশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *