নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ সেপ্টেম্বর: দুর্গা পুজোয় ছুটির দাবিতে মানববন্ধ করল হিন্দুুরা। বাংলাদেশে ঢাকা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন সেদেশে বসবাসকারি হিন্দুরা। শেখ হাসিনা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে জাতীয় হিন্দু মহাজোটের ডাকে মানব বন্ধন কর্মসূচি পালন হল।
বাংশাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক জানিয়েছেন, বাংলাদেশ সরকার দুর্গা পুজোর জন্য একদিন ছুটি দেয়। তাও আবার দশমীতে। হিন্দুদের মূল উৎসব দুর্গা পুজো। অথচ হিন্দুরা তাতে অংশগ্রহণ করতে পারে না। হিন্দুদের কাছে এই বিষটি অত্যন্ত পরিতাপের। বাঙালি হিন্দুুরা পুজোর সময় সমস্ত সামাজিক অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকে। বার বার বাংলাদেশ সরকারকে আমরা বিভিন্ন ভাবে দাবি জানিয়েছি। এবার বাংলাদেশের হিন্দুুরা দুর্গা পূজায় তিনদিন ছুটির দাবি জানিয়ে মানব বন্ধন করল।