পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পালিত হল হুল দিবস

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুন: লকডাউনের মধ্যেও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে মর্যাদার সঙ্গে হুল দিবস পালিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্রের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ বেদীতে মালা দিয়ে শহিদ সিধু ও কানুর প্রতি শ্রদ্ধা জানিয়ে হুল দিবস পালিত হয়। বিদ্যালয়ের শিক্ষক তন্ময় সিংহ জানান, শিক্ষিকা নম্রতা খাঁ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হুল দিবসের তাৎপর্য বুঝিয়ে দেন। এদিন বিদ্যালয় চত্বরে থাকা পার্থেনিয়াম পরিষ্কার করা হয়।

মঙ্গলবার জঙ্গল মহল উদ্যোগের আয়োজনে ‘হুল” দিবস পালিত হয়েছে। মেদিনীপুর শহরের কেরানীচটিতে অবস্থিত সিধু,কানুর মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। দিনটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন  সুদীপ কুমার খাঁড়া। এদিন শিলদা হাই স্কুল মাঠে মাঝি পারগানা মহলের উদ্যোগে হুল দিবস পালন করা হয়েছে। এছাড়াও জেলার জামবনি, গিধ্ণী, বিনপুর, বেলপাহাড়ি, চাকাডোবা, শিলদা, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, লালগড় এবং সেবায়তনে হুল দিবস মর্যাদার সঙ্গে  পালিত হয়েছে। ১৮৫৫ সালের ৩০ জুন ঔপনিবেশিক বৃটিশ সাম্রাজ্যবাদের এবং জমিদার ও মহাজনী শোষণের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডমন মাঝি,কালো প্রামানিকদের নেতৃত্বে যে “হুল” বা সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল বক্তারা তা সমস্ত অনুষ্ঠানে বর্ণনা করে শুনিয়েছেন। নাচ-গানের মধ্য দিয়ে বীর সিধু কানুকে শ্রদ্ধা জানিয়েছেন আদিবাসী মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *