ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে দুই মন্ত্রীর হুল দিবস স্মরণ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জুন: ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় হুল দিবস পালিত হয়েছে। ১৮৫৫ সালে ৩০ জুন সাঁওতাল পরগনা জেলার ভগনাডিহি গ্রামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিধু কানুর নেতৃত্বে দশ হাজার আদিবাসী মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যা হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সেই সাঁওতাল বিদ্রোহের শহিদ ভাতৃদ্বয় সিধো মুর্মু ও কানহু মুর্মুর  মূর্তিতে মাল্যদান করে ঝাড়গ্রামের খাস জঙ্গলে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, ঝাড়গ্রাম বনবিভাগের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে সাঁওতাল বিদ্রোহের শহিদ সিধু কানু সহ অন্যান্য শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শহিদ বেদীতে মাল্যদান করে তিনি বলেন, সিধু কানুদের সংগ্রাম শুধু আদিবাসী সমাজের নয় এই সংগ্রাম সারা ভারতের সম্পদ। তাদের আদর্শে আমাদের জঙ্গলমহলের ঐতিহ্যকে রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *