জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল হুল দিবস। বাম মনোভাবাপন্ন তিনটি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে মেদিনীপুরে পালিত হল হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। সারা ভারত আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের উপকণ্ঠে কেরানীচটিতে অবস্থিত সিধু-কানুর মর্মর মুর্তির পাদদেশে পালিত হল হুল দিবস।
এদিন সকালে তিনটি সংগঠনের নেতৃত্ব ও কর্মীর ইঁদকুড়ির মাঠে সমবেত হন এবং সেখান থেকে ধামসা, মাদল সহযোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা কেরানীচটি মোড় পর্যন্ত যায়। সেখানে সিধু, কানুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। এদিনের কর্মসূচির শুরুতে দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কৃষক সভার নেতা মেঘনাদ ভুঁইঞা। উপস্থিত ছিলেন কুন্দন গোপ, জিতেন মান্ডি সহ অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এদিন বামেদের উদ্যোগে হুল দিবস পালিত হয়।