মৎস্যজীবীদের জালে বিশাল আকারের সামুদ্রিক কই, দিঘায় দাম উঠল কয়েক হাজার টাকা

আমাদের ভারত, দিঘা, ২৮ জুলাই: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইলিশের বদলে মৎস্যজীবীদের জালে উঠে এল বিশালাকৃতির সামুদ্রিক কই। দিঘা মোহনার বাজারে বিক্রি হল কয়েক হাজার টাকা দামে। মাছটি দেখতে ক্রেতা-বিক্রেতা এবং পর্যটকদের ভিড় হয়।

গতকাল ওড়িশার পারাদ্বীপের অশোক সাউয়ের ট্রলারে বিশালাকৃতির সামুদ্রিক কইটি ধরা পড়ে। ট্রলারের মৎস্যজীবীরা বিশালাকৃতির কই মাছটি বিক্রির জন্য বুধবার সকালে দিঘা মোহনার আড়তে নিয়ে আসেন। মাছটির ওজন প্রায় ১৫০ কেজি। প্রায় ৩৫ হাজার টাকা দিয়ে উত্তর চব্বিশ পরগনা এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

বুধবার সকাল থেকে দিঘা মোহনায় মৎস্য আড়তে মাছটি আসার পর থেকেই দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা মাটিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। অবশেষে নিলামে উত্তর চব্বিশ পরগনার এক ব্যবসায়ী মাছটিকে কিনে নেন। মৎস্যজীবীরা জানান, এত বড় সামুদ্রিক কই মাছ সচরাচর দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *