সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: জেলাজুড়ে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার কর্মসূচি। আজ বারিকূলে আয়োজিত এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। চক্ষু, নাক, কান, গলা, হৃদরোগ, স্নায়ু সহ নানা বিভাগের চিকিৎসা করাতে দলে দলে মানুষ হাজির হয়েছেন শিবিরে। এছাড়াও এক্সরে, ইসিজি পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিজেদের এলাকায় এক শিবিরেই সমস্ত চিকিৎসা মেলায় এলাকার অধিবাসীরা খুশী। সকাল থেকেই মানুষ এলাকার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য শিবিরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
জেলা শাসক কে রাধিকা আইয়ার জানান,
ইতিমধ্যেই প্রায় এক হাজার রোগী তাদের চিকিৎসার জন্য হাজির হয়েছেন। অনুমান করা হচ্ছে রোগীর হাজিরা আরো বাড়বে।