আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ নভেম্বর: চলতি বছরে করোনা পরিস্থিতিতে প্রশাসনের স্বাস্থ্যবিধি নাগরিকদের মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে। চিকিৎসকরা আগেই জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতিতে বাজি ফাটালে বা বাজি পোড়ালে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যাবে, যার ফলে করোনা রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে বা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন থানা এলাকায় চলছে অবৈধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান।
বারাসাত জেলা পুলিশের ডিএসপি রোহিত শেখের নেতৃত্বে অশোকনগর থানার পুলিশি অভিযানে অশোকনগর থানার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন পরেই দীপাবলি, ঠিক তার আগেই মঙ্গলবার বারাসাত জেলা পুলিশের ডিএসপি রোহিত শেখ এবং অশোকনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে অশোকনগর থানার বিভিন্ন এলাকায় হঠাৎ হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। অশোকনগর এবং গুমা এলাকা থেকে প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই বাজি বিক্রেতাকে। উদ্ধার হওয়া বাজিগুলো সিজ করা হয়েছে অশোকনগর থানা পুলিশের পক্ষ থেকে। নির্দিষ্ট পদ্ধতি মেনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি শীঘ্রই নষ্ট করে ফেলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।