আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ জুন: প্রচুর পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক বিস্ফোরক কারবারিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতে ওই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বীরভূমের মুরারই থানার রাজগ্রামের একটি বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরকে রয়েছে ১৭২ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ৩২০ বস্তা জিলেটিন। রাজগ্রামের একটি বৈধ মজুত গুদাম ঘরে ওই বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দিন কয়েক থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বিস্ফোরক মজুতের খবর পায়। সেই মতো দুদিন ধরে পুলিশ রাজগ্রাম এলাকায় তদন্ত শুরু করে। সেই তদন্তেই বিস্ফোরক উদ্ধার হয়। বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি মুকেশ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এতো পরিমাণ বিস্ফোরক অবৈধভাবে কিভাবে মজুত করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু কি পাথর খাদান এলাকায় ব্যবহারের জন্য না কি অন্য কোনও কাজে ব্যবহার করা হচ্ছিল ওই বিস্ফোরক তাও তদন্ত করে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া জায়গা বিহার ও ঝাড়খণ্ড সীমান্ত এলাকা হওয়ায় পুলিশের সন্দেহ বেড়েছে। তবে এনিয়ে মুখ খুলতে চাননি পুলিশের কোনও আধিকারিক।