অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ:
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার জুগিশোল গ্রামের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রটির নাম বিশ্বজিৎ মাহাত (১৯)। সে পাথরা এসি হাইস্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্র। বিশ্বজিতদের দুঃস্থ পরিবার। বাবা মা দু’জনেই সংসার চালানোর জন্য দিন মজুরের কাজ করেন। তাঁর বাবা ও মা কাজের সন্ধানে যখন বেড়িয়েছিলেন সেই সময় সবার অলক্ষ্যে বিশ্বজিৎ তাঁদের বাড়ির ছাদে উঠে গলায় ফাঁস দেয়। পরে তার ভাই দেখতে পায়।সঙ্গে সঙ্গে সে প্রতিবেশীদের ও বাবা মাকে খবর দিলে সবাই মিলে বিশ্বজিৎকে সাঁকরাইলের ভাঙ্গাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিশ্বজিৎ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতো। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে গ্রামে ভাল ছেলে হিসাবে পরিচিত ছিল বিশ্বজিৎ। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জুগিশোল গ্রামে।