আমাদের ভারত, ২ এপ্রিল: আগামী বছর হাওড়ার ওই একই রাস্তা দিয়েই রামনবমীর মিছিল যাবে। পুলিশকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। রবিবার হাওড়ায় গিয়ে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।একইসঙ্গে তাঁর অভিযোগ, হাওড়ার হিংসার পরিকল্পনায় পুলিশও যুক্ত ছিল।
তৃণমূলের তরফে বার বার বলা হয়েছে মিছিলে রুটের পারমিশন ছিল না। এই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে সুকান্তবাবু বলেন, কোনো রুট বদল হয়নি। রুটের কথা জানিয়ে উদ্যোক্তারা লিখিতভাবে জানিয়েছিল, সেই রুটেই মিছিল হয়েছে। প্রত্যেক বছর এই রুটেই মিছিল হয়। পুলিশ ও মুখ্যমন্ত্রী এইভাবে তাদের, অপদার্থতা ঢাকতে পারবে না। পরের বছর আবার ওই রাস্তাতেই মিছিল হবে।
সুকান্ত মজুমদারের অভিযোগ, “আমাদের কাছে ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে এক জায়গায় র্যাফ মোতায়েন রয়েছে, হামলার কিছুক্ষণ আগে সেখান থেকে সরে গিয়েছিল। অর্থাৎ পুলিশ জানতো হামলা হবে। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে।”