হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় সাড়ে সাত মাস পর ট্রেন চলাচল শুরু, খুশী নিত্যযাত্রীরা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ নভেম্বর: রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য বুধবার সকাল থেকে চালু হল লোকাল ট্রেন চলাচল। করোনা আবহে দীর্ঘ সাড়ে সাতমাস পর শুরু হল শিয়ালদহ মেন, শিয়ালদহ–বনগাঁ এবং শিয়ালদহ–বসিরহাট, শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চলাচল। হাওড়া থেকেও বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চালু হল।

বিভিন্ন রেল স্টেশনে নিত্যযাত্রীদের ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকলে তাকে বাড়িতে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম দিন ট্রেন চলাচল শুরু হতেই দেখা গেল নিরাপদ দূরত্ব বিধি মেনে প্লাটফর্মে দাঁড়াচ্ছেন নিত্য যাত্রীরা। প্রথমদিন থেকেই নিত্য যাত্রীদের বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে তারা করোনা সচেতনতার সমস্ত নিয়ম মেনে লোকাল ট্রেনে যাত্রা করেন।

নিত্য যাত্রীদের মুখে একটাই দাবি শোনা গেছে, লোকাল ট্রেনের সংখ্যা অবিলম্বে বাড়ানো হোক। অল্প সংখ্যায় ট্রেন চলায় ৫০% যাত্রীদের ট্রেনে তোলা হচ্ছে, সব ট্রেন সব স্টেশনে দাঁড়াচ্ছে না। যার ফলে সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা। সকলেই চাইছেন অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। তবে, আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশী নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *