আমাদের ভারত, হাওড়া,১ জানুয়ারি:বিদায়ী বছরের শেষ কয়েকটি ছুটির দিন হাওড়া জেলার একাধিক পর্যটন কেন্দ্রে সেভাবে ভীড় না হলেও নতুন বছরের প্রথম দিনেই পর্যটকদের ভীড়ে জমজমাট হয়ে উঠল পর্যটন কেন্দ্রগুলি।
শীতের রোদ গায়ে মেখে বুধবার সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে পর্যটকরা ভীড় জমাতে থাকে ফুলেশ্বরের কালসাপা, শ্যামপুরের গড়চুমুক,৫৮ গেট, গাদিয়াড়া, বাগনানের নাউপালা, আমতার সেহাগোড়ী সহ একাধিক পর্যটন কেন্দ্রে।
খাওয়া দাওয়ার পাশাপাশি নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল পর্যটন কেন্দ্রগুলি। বিশেষ করে জেলার অধিকাংশ পর্যটন কেন্দ্র নদী তীরবর্তী হওয়ায় স্বভাবতই ভীড় ছিল চোখে পড়ার মতন। এদিন জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির থেকেও ভীড় বেশি হয়েছিল গড়চুমুকে। পিকনিক ছাড়াও মিনি জু-এর আকর্ষনে প্রচুর মানুষ ভীড় জমিয়েছিল এই পর্যটন কেন্দ্রে।
অন্যদিকে বছরের প্রথম দিনে ভীড় বাড়ায় খুশি ব্যাবসায়ীরাও। তারা জানান গত কয়েকদিন সেভাবে ভীড় না হওয়ায় ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম উড়েছিল তাদের। তাই বছরের প্রথম দিনে ভীড় ভালো হওয়ায় কিছুটা হলেও মনে স্বস্তি মিলেছে।
অপরদিকে এদিন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি মদ্যপান করে নদীতে না নামা, ডিজে না বাজানো ছাড়াও থামকল না ব্যবহার করার ব্যাপারে প্রচার করা হয় পুলিশের তরফে।