Suvendu, BJP, যে রাজ্যে পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সেই রাজ্যে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে: শুভেন্দু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: যে রাজ্যে পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সেই রাজ্যে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? যে সিভিক ভলান্টিয়ার মারা গিয়েছেন তার একটাই অপরাধ তার নাম উদয়। বাংলাদেশে যেভাবে দীপুকে হত্যা করা হয়েছে, সেই একই কায়দায় এখানেও হত্যা করা হলো উদয়কে। সরকার কী করবে তা আমাদের জানা নেই, তবে সমস্ত হিন্দু সংগঠন এবং ভারতীয় জনতা পার্টি ওই পরিবারের পাশে থাকছে। পুলিশ যদি সঠিকভাবে তদন্ত না করে তাহলে আমরা আদালতের আশ্রয় নিতে বাধ্য হব। রবিবার খড়্গপুরে নিহত সিভিক ভলান্টিয়ারের পরিবারের সাথে দেখা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, দুষ্কৃতীদের হামলায় জখম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখার সিভিক ভলান্টিয়ার তুলসি রাও ওরফে উদয় শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কটকের হাসপাতালে মারা গিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সোমবার গভীর রাতে উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ এবং দেবেন্দরকে সঙ্গে নিয়ে খড়্গপুর স্টেশন সংলগ্ন মাল গুদাম এলাকায় একটি দোকানে চা খেতে যান। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তারা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু ওই মদ্যপ যুবক না সরায় তাকে ঠেলে সরিয়ে দেন তুলসী রাও। এই ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু যুবক জড়ো হয়ে তুলসীবাবুদের উপর চড়াও হয়। বোল্ডারের আঘাতে মাথায় গুরুতর চোট পান তুলসী রাও। তাঁকে সঙ্গে সঙ্গে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকে নিয়ে যাওয়া হয়। ২৭ তারিখ সকালে সেই কটকের হাসপাতালেই মারা যান তুলসী রাও। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে সেখ সরফু-সহ দু’জনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *