আমাদের ভারত, ৩ অক্টোবর: অপারেশন সিঁদুর নিয়ে বড়সড় তথ্য দিলেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। তিনি জানালেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। তার মধ্যে রয়েছে আমেরিকার তৈরি এফ-১৬ বিমানও।
অপারেশন সিঁদুরকে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলেও ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তা এই অপারেশনে বুঝতে পারছে সবাই। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত।
বায়ু সেনা দিবস উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন অমরপ্রীত সিং। সেখানে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে তিনি জানান, একটি বিষয়ের জন্য ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষ নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল। সেটা হল দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। তার মাধ্যমে পাকিস্তানের মাটিতে ৩০০ কিলোমিটার ভেতরে ঢুকে আঘাত হানতে পেরেছিল ভারত।
অমরপ্রীত বলেন, “পাকিস্তানের এফ ১৬, জে এফ ১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। ভারতের হামলায় পাকিস্তানের বেশকিছু র্যাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।
কোন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডের ৩০০ কিলোমিটার গভীরে আঘাত করা হয়েছে তা স্পষ্ট করেনি বায়ু সেনার প্রধান। তবে মনে করা হচ্ছে রাশিয়ার তৈরি এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রটির কথাই তিনি বলতে চেয়েছেন
বায়ু সেনা প্রধান জানিয়েছেন, অত্যন্ত স্পষ্ট উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে অপারেশন সিঁদুরে নেমেছিল ভারত। আর সেই কারণেই দ্রুত পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আমরা নিখুঁতভাবে নিশানা করতে পেরেছি। অপারেশন সিঁদুরে এক রাতেই কাবু করতে পেরেছি পাকিস্তানকে। আমাদের তরফে হতাহাতের সংখ্যা ছিল ন্যূনতম। এই অভিযানে নৌ সেনা, স্থল সেনার সঙ্গে বায়ু সেনার যৌথ পরিকল্পনা এবং পারস্পরিক সামঞ্জস্যের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন তিনি।
গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানের সেনা অভিযান চালানো হয়, নাম ছিল অপারেশন সিঁদুর। তাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এরপর টানা চার দিন দু’ দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলে। ১০মে ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়, কিন্তু এখনো দু’দেশের সম্পর্ক তলানিতেই ঠেকে রয়েছে। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত স্থগিত রেখেছে। এরমধ্যে পাকিস্তান নানা সময়ে নানা ধরনের ভুল, বিভ্রান্তিকর মন্তব্য করছে। পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করছে। ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বিদেশী সংবাদ মাধ্যমগুলিকে দেওয়া একটি সাক্ষাৎকারের যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছিলেন। তবে কোনো সংখ্যা স্পষ্ট করেননি। এবার পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেন ভারতের বায়ু সেনা প্রধান।

