আমাদের ভারত, ১৬ জুন: আগামী সপ্তাহেই সিবিআইকে চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্ত্রক। দায়িত্বভার নেওয়ার পরেই বাংলার মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে তদন্ত কতদূর এগিয়েছে জানতে চেয়ে সুকান্ত মজুমদার চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁর মন্ত্রকের কর্তাদের।
মিড ডে মিলের তদন্ত কত দূরে এগিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই- এর কাছে তা জানতে চাওয়ার জন্য নিজের মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার।
বাংলার মিড ডে মিলে ৪ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় সরকারের। এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন বলে সংসদে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার শিক্ষা মন্ত্রকের প্রতি মন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পরেই প্রথমেই বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে নজর দিলেন সুকান্ত মজুমদার। মিড ডে মিলের দুর্নীতির তদন্তের স্ট্যাটাস কী? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি লিখে মন্ত্রকের অধিকারীদের তা জানতে চাইতে বলেছেন তিনি।
এই রাজ্যের শাসক দল তথা সরকারকে নিশানা করে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে হামেশাই সরব হয় বঙ্গ বিজেপি। এবার সেই তালিকায় মিড মিল বড় ইস্যু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে শিক্ষা দপ্তরের নানা দুর্নীতির বিষয় গত লোকসভা নির্বাচনের প্রচারে উল্লেখ করা হয়।
এবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমায় যেহেতু শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়েছে তাই আমি শিক্ষায় এই রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির ইস্যুতে সরব হবো। যারা শিক্ষা ক্ষেত্রে নানা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যাতে শাস্তি পায় সেটা দেখাই আমার মূল লক্ষ্য হবে।
তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকা নয়ছয় করেছে। তাই মিড ডে মিলের তদন্তে সিবিআই- এর যে অনুসন্ধান চলছে তার অগ্রগতি নিয়ে শুক্রবার আমার মন্ত্রকের অধিকারীদের সঙ্গে বৈঠকে বসে সিবিআই’কে চিঠি লিখে তা জানতে চাইতে বলেছি।