“কোনো উৎসব কিভাবে মিলন উৎসবে পরিণত হয় তা একমাত্র বাঙলাতেই দেখা যায়,” মেদিনীপুরে পুজো কার্নিভালে যোগ দিয়ে বললেন মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: শুক্রবার মেদিনীপুরে হল পুজো কার্নিভাল। এদিন সন্ধ্যায় মেদিনীপুর শহরে এই কার্নিভালে যোগ দিতে এসে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, যে কোনো উৎসব কিভাবে সকলের মিলন উৎসবে পরিণত হয় তা একমাত্র বাঙলাতেই দেখা যায়। এটাই মুখ্যমন্ত্রীর কৃতিত্ব। সারা দেশ আজ বাংলার দিকে তাকিয়ে রয়েছে। বাংলার পুজোকে ইউনেস্কো যে ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ- এর স্বীকৃতি দিয়েছে এতে বিশ্বের দরবারে পৌঁছে গেছে বাংলার নাম। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই আনন্দ বার্তা। এটা আমাদের একটা বড় পাওনা।

এর আগে কোনো মুখ্যমন্ত্রী, কোনো সরকার বাংলার জন্য এভাবে ভাবেননি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা যেন আরো এগিয়ে চলে। এদিন বটতলা চক থেকে গোলকুঁয়া চক পর্যন্ত বিসর্জনের কার্নিভাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *