সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জানুয়ারি: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। শুক্রবার উত্তর ২৪ পগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি ও সাধারণ মানুষ। এই কর্মসূচিতে অংশ নেয় বনগাঁ দক্ষিণ ও উত্তরের বিধায়ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে যে সব মানুষের পাকা দোতলা ঘর আছে তাদের নাম আসছে আবাস যোজনার তালিকায়। কিন্তু যাদের মাথায় ছাদ নেই, নেহাতই গরিব তাদের এই তালিকায় নাম নেই। আর এই কারণেই ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর শেষ পর্যন্ত বনগাঁ থানার পুলিশ এসে প্রধানকে উদ্ধার করে। এই বিক্ষোভে সামিল হয় বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি গাড়াপোতা পঞ্চায়েত প্রধান সুশান্ত বিশ্বাসের উদ্দেশ্যে বলেন, রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে যেভাবে দুর্নীতি করেছে তা আগেই প্রকাশ পেয়েছে। এই পঞ্চায়েত প্রধান যদি স্বজন পোষণের সঙ্গে জড়িত থাকে তাহলে এই প্রধানকে চেয়ার থেকে তুলে এনে জনগণ রাস্তায় ফেলে জুতো পেটা, ঝাঁটা পেটা করবে৷
পাশাপাশি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকেউ কড়া ভাষায় আক্রমণ করেন অশোকবাবু। তিনি বলেন, “বেইমান বিশ্বাসঘাতক বিশ্বজিৎ দাস। বিজেপির হাতে পায়ে ধরে কান্নাকাটি করে টিকিট নিয়েছিল। বাগদার মানুষ জীবন দিয়ে তাঁকে জিতিয়েছে। সেই কিনা বাগদার মানুষের সঙ্গে গাদ্দারি করল। এখন তিনি তৃণমূলে চলে গিয়ে জেলা সভাপতি হয়েছে। বড় বড় কথা বলছে বিজেপির বিরুদ্ধে। বুকের পাটায় দম থাকলে পদত্যাগ করে তৃণমূলে দাঁড়িয়ে জিতে দেখাক বিশ্বজিৎ৷
শুক্রবার দুপুরে শতাধিক বিজেপি কর্মী সমর্থক পঞ্চায়েতের সামনে এসে জড়ো হয়। বানগাঁ থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল পঞ্চায়েত অফিস এলাকায়। বিজেপির অভিযোগ, এলাকার গরিব মানুষের নাম নেই আবাস যোজনার তালিকায়, পরিবর্তে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। সজন পোষণ করেছে পঞ্চায়েত প্রধান।
বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, যাদের আবাস যোজনায় নাম থাকার কথা তাদের নাম নেই, অথচ যাদের ঘর দোতলা বা তিনতলা, তাদের নাম আছে। সেই জন্য প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান মানুষ। আবাস যোজনায় দুর্নীতির পেছনে পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, বিডিও সকলেই জড়িত আছে। এর সঠিক তদন্ত হবে। দোষীরা সাজা পাবে। তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। যদি কেউ ভোট নিয়ে ষড়যন্ত্র করতে আসে তাদের চ্যালা কাঠ দিয়ে পেটাবেন।
পঞ্চায়েত প্রধান সুশান্ত বিশ্বাস সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বিজেপির এই একটাই ইস্যু। মানুষ তাদের পাশে নেই তাই মিথ্যা অভিযোগ তুলে লাফালাফি করছে। এই পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি।