সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ অক্টোবর: বরণ ডালা স্যানিটাইজ করে মাকে বরণ করলেন গৃহবধূরা। এমনকি মায়ের হাতে দিলেন স্যানিটাইজার। এমন ভাবে মাকে বরণ করলেন।
মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তর ২৪ পরগনার মসলন্দপুর নতুন পল্লী বালক সংঘ ক্লাবে এমন দৃশ্য দেখা গেল। মুখে মাস্ক দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাতৃ বরণ করছেন এলাকার মহিলারা। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিমা বিসর্জনে এই বছর তারা কোনো শোভাযাত্রা করছেন না। ১০ জনে প্রতিমা নিয়ে নিরঞ্জন করবে গোবরডাঙ্গা যমুনা খালে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ক্লাবের তরফ থেকে মাস্ক বিতরণ করতেন। সবশেষে সরকারি বিধি নির্দেশ সব মেনে চলেছে।