লকডাউনে স্বামী সন্তানকে ঘরে রাখতে নিত্য নতুন খাবার বানাচ্ছেন গৃহিণীরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ এপ্রিল: লকডাউন পালন করুন, হাত জোড় করে এই বার্তা দিচ্ছেন দেশের প্রাধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবুও লকডাউন ভেঙে বাইরে বেরিয়ে পড়ছেন বাড়ি পুরুষরা। এর ফলে বাড়ির গৃহবধূরা আতঙ্কে ভুগচ্ছেন। বাধা দিতে গেলে বিভিন্ন অজুহাতে বেড়িয়ে পড়ছে বাজারে। তাই এবার স্বামী ও সন্তানদের বাইরে বরনো আটকাতে নিত্যনতুন খাবার বানাচ্ছেন বাড়ির মহিলারা। খোঁজ নিয়ে দেখা গেল, কেউ বাড়িতে মোমো তৈরি করছেন, তো কেউ আবার ফুচকা, আবার কেউ বানাচ্ছেন নিমকি।

লকডাউনের ফলে দেশ জুড়ে হাহাকার হলেও করোনাকে হারিয়ে ফের জীবনে ফিরতে চায় বাড়ির মহিলারা। নিজেদের ঘর বাঁচাতে সব রকম কাজ যে মহিলারাই করতে পারে তার স্বাক্ষী আমরা। এদিন এলাকার
কয়েকজন গৃহবধূ শোচিতা, পিঙ্কি, পম্পা, আষ্টমীরা বলেন, যে ভাবে দিনে দিনে করোনার সংক্রামণ ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কিত হওয়া স্বাভাবিক। ঘরের পুরুষদের ঘরে আটকানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর প্রতিদিন নিত্যনতুন খাবার খাইয়ে তাদের ঘরে আটকে রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *