স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জানুয়ারি: জোরপূর্বক গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম শম্পা দাস, বয়স ২৬। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কালিপুর এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে।
সূত্রের খবর, বছর ১২ আগে তাহেরপুর থানার বিরনগরের বাসিন্দা শম্পা দাসের সঙ্গে বিয়ে হয় শান্তিপুর থানার কালিপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শম্পা দাসকে বিভিন্ন বিষয়ে মারধর করতো তার স্বামী সঞ্জয় দাস এবং শ্বশুর, শাশুড়ি। একাধিকবার মারধরের কথা লিখিতভাবে থানায় জানানো হয়েছে। গৃহবধূ সম্পা দাসের বাবা নির্মল কর্মকারের অভিযোগ, তার জামাই প্রতিদিন মদ্যপ অবস্থায় এসে তার মেয়েকে মারধর করতো এবং সেই মারধরে প্ররোচনা দিত শম্পা দাসের শ্বশুর-শাশুড়ি এবং ননদ সঞ্চিতা মজুমদার। বুধবার হঠাৎ শম্পা দাসের বাবার বাড়ি খবর যায় শম্পা দাস আত্মহত্যা করেছে। এরপরই শম্পা দাসের পিতা নির্মল কর্মকার শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।