আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ ডিসেম্বর: কন্যাসন্তান জন্মদেওয়ার অপরাধে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রায়গঞ্জের লোহাগাড়া এলাকায়। নিহত ওই গৃহবধূর নাম হাবিবা খাতুন (২৪)। বাড়ি রায়গঞ্জের আদিয়া এলাকায়।
জানাগেছে, আড়াই বছর আগে হাবিবার বিয়ে হয়েছিল রায়গঞ্জের লোহাগাড়া এলাকার বাসিন্দা অাসরাফুল হকের সাথে। ছয়মাস আগে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তার ওপর অত্যাচার শুরু হয়। গত ২১ তারিখ দুপুরে তাঁর গায়ে কেরোশিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।
পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় স্বামী ও শাশুড়িকে পথে আটক করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসে হাবিবার বাড়ির লোকেরা। বৃহস্পতিবার সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় হাবিবার। পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হলে তদন্তে নেমে স্বামী আসরাফুল হক ও শাশুড়ি রিজিনা বিবিকে গ্রেফতার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।