সাথী প্রামানিক পুরুলিয়া, ৬ মে: এতদিন এঁদের কথা কেউ ভাবেনি। সমাজের মধ্যে থাকা সেই সব মানুষগুলি যাঁরা ঈশ্বরের উপাসনা করে আসছেন। ভক্ত এবং উপাসকদের মঙ্গল কামনা করে চলেছেন এঁরা। অথচ সেইসব মানুষদের মঙ্গল কামনা বা সুরক্ষার বিষয়টি এক বারের জন্যও কেউ ভাবেনি। নিজেদের সুরক্ষার জন্য মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেননি ভগবানের সঙ্গে যোগ সূত্রকারীরা। মন্দিরে নিত্য পূজা করা সেই সব পুরোহিতদের সুরক্ষার জন্য তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন পুরুলিয়ার এক গৃহবধূ। বিভিন্ন মন্দিরে গিয়ে পুরোহিতদের হাতে এগুলি তুলে দিয়ে তাঁদের নিয়মিত ব্যবহার করার জন্য বলেন গৃহবধূ দুর্গা গরাই। তিনি জানান, আগামী দিনে বাকি মন্দিরে গিয়ে পূজারী ও পুরোহিতদের হাতে সামান্য এই জরুরি জিনিসগুলি দিয়ে আসব।
আচমকা এক অপরিচিত মহিলা এসে আন্তরিক হয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়াটা পুরোহিতদের কাছে খানিকটা অপ্রত্যাশিত ছিল। মন্দিরেও এবার মাস্ক পরে হাত জীবাণু মুক্ত করে থাকবেন বলে জানালেন পুরোহিতরা।