আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ডিসেম্বর: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি বাড়ি। পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদিপশুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগছ এলাকায়। ইসলামপুর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুন লাগার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমঙ্গলবার গভীর রাতে চোপড়া ব্লকের হপ্তিয়াগছ গ্রামে আচমকাই মহম্মদ জাইবুল নামে এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের বাড়িগুলিকেও। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরইমধ্যে খবর পেয়ে ইসলামপুর শহর থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ভস্মীভূত হয়ে যায় ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি। সূত্রের খবর কয়েকটি গবাদি পশুর মৃত্যু ঘটেছে। আগুনের গ্রাসে সর্বস্বান্ত হয়েছেন বেশ কয়েকটি পরিবার।